আবার রাত্রিনদি ঘরে যাবে
আবার ঢেউয়ের বুকে লিখে দেবে
নতুন জন্মের ঠিকানা
নদীর  স্বভাব নিয়ে তুমি ও আমি যাবো
নামহারা গোত্রের গভীরে গভীরে
এ কথাও লেখা হয়ে আছে
বাবার শরীরে শরীরে...