কত সহজ করে কথাগুলো বলেছিলে
বিশ্বাসের ঢেউ সাগরে
আমি সেই সাগরে হাত ডুবিয়ে কথা দিয়েছিলাম
আকাশে মেঘ করলেও, ঝড়,তুফান এলেও
তোমাকে ছেড়ে না যাওয়ার শপথ করেছিলাম
তোমার কষ্টে আমি কষ্ট পাই
তোমার দু:খে আমি দু:খ পাই
অথচ তোমার দেওয়া কথাগুলো সব
আস্তে আস্তে কিভাবে ঋতু পরিবর্তন হয়
তা সময়ে জানতে পারি
কত সময় তোমারও যায়, কত সময় আমার
কত সহজে পরিবর্তন হও অন্যের কৌশলে
কত দিন রাত কেটে যায় তোমার তাকে ঘিরে
আমি শুধু অপেক্ষায় থাকি তোমার জন্যে
এইভাবে কত রাত কেটে যায় ঘুম আসে না...
শুধু তুমি আসবে বলে...