যারা মায়ের কোল থেকে সন্তানকে তুলে নিয়ে যায়
আমি তাদের ঘৃণা করি
যারা বাবার  কাছে সন্তানের মৃত্যুর খবর লুকিয়ে রাখে
আমি তাদের ঘৃণা করি
যারা নিজেদের সুবিধার জন্য নৃশংসভাবে খুনকে
আত্মহত্যা বলে চালিয়ে দেয়
আমি তাদের ঘৃণা করি
যারা বুদ্ধিজীবী, তাদের বিবেক বোধ পুরস্কারের পাতায়
তারা চায় না এই খুনের প্রতিশোধ নিতে
আমি তাদের ঘৃণা করি

এমন নৃশংস খুন আমিও চাই না
আমরা ও আপনারা মেয়ের বাবা
এমন পশুদের রাষ্ট্র আমরা চাই না
আমরা এমন সুশাসক চাই না
শুধু  আমরা ন্যায় বিচার চাই

রাত ঘেরাও, কাঁথি...