চার পাশে থম থমে একাকিত্ব
মাঝখানে ঘূর্ণির কলরবে
অজানা স্নেহ আঁকড়ে আছে
অসীম যন্ত্রণার অমরত্ব...
আগ্নেয়গিরির সরল তরল শরীর
আগুন সাগর...
অভিনয় ভুখা আদর
হাতছানি দিয়ে ডাকছে মৃত্যু
বুক ভরা অন্ধকারে একা
আলোর অন্ধত্ব।
পৃথিবী তার কক্ষপথে একা
স্নেহের চোখে দেখে
চাঁদ দূরে নীরব দর্শকে
হাসছে নিরুপায়ে।
রাতের শেষে সূর্য
পৃথিবীর জন্য বড্ড দরকার।