রাত যখন রাত হয়ে নামে
অন্ধকার ডুব মারে জলে
আমি তখন বোবা হয়ে থাকি
তোমার স্মৃতি কুড়াই কৌতুহলে।
রাতের ঘরে রাতের পরে তুমি
তাকাও যখন দূরের মেঘের দিকে
তখন আমার কষ্ট জমে বুকে
স্নেহের ছবিটা কেমন যেন ফিকে।
রাতের নাটক দেখছো তুমি একা
নতুন অভিনেতার ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে
অন্ধকারে কামনার নেশা ধরে বুকে
রাতের মেঘের চোখে স্নেহ যায় ধুয়ে।
রাতের কথা রাতেই গোপন থাকে
আদর ভরে দিচ্ছ আমায় ডাক
বুকের ভেতর আগলে রাখার শপথ
তবুও রাত জুড়ে বঞ্চনার করুন হাঁক।