এক একটা সময়ের কাছে নতজানু হই
যে সময়গুলো সরে যাচ্ছে — তাকে সম্মান করি
অথচ তুমি কলাকৌশল প্রদর্শন করে
এক একটা সময়কে ডেকে নাও
সেই সময়কে নিয়ে লুকোচুরি খেলে যাও
সে রহস্যের ইঙ্গিত আমি খুঁজে পাই
তবুও আড়াল থেকে সময়কে সামনে রেখে
তোমার অভিনয়ের রহস্য দেখে যাই।।