অনেক পুরনো একটা কথা মনে পড়ে
যখন মনে করতাম তোমাকে শ্রদ্ধা করি
কিন্তু তোমাকে শ্রদ্ধা করি বলে পৃথিবীর ভেতর
একটা আলো দেখেছিলাম
শুধু তোমার হৃদয়ে
এতো বছরের স্নেহার্দ্র
ক্ষণিকের নির্জন তৃষ্ণায় হারিয়ে গেল
সমস্ত পিপাসার ক্ষমতাকে
তুমি সমুদ্রসৈকতে ফেলে দিলে
কিন্তু তুমি ও তোমার হৃদয়
এখনও আমাকে খুঁজে...