যতদূর দেখা যায় সারি সারি মুখোশপরা মানুষ
অস্থির দাঁড়িয়ে আছে  তার জন্য
সে অবশ্য এখন একটু ব্যস্ত,তার  অনেক রকম কাজ
পৃথিবীটা এলোমেলো করে দেওয়ার জন্য
তার নিজের বসত বাড়িতে  মুখোশ মুখোশ আড্ডা
তার সবটুকু নি:শ্বাস শুষে নিচ্ছে
ধীরে ধীরে  মুখোশের ভেতর ঢুকে পড়ছে
আর মিথ্যার  পৃষ্ঠায়  নতুন কিছু সংলাপে

এভাবেই সারি সারি মুখোশপরা মানুষ
ক্রমশ তাকে ঘিরে   পৈশাচিক উল্লাসে
মেতে থাকলেও
তা থেকে মুক্ত করার জন্য
তার প্রতক্ষায় দাঁড়িয়ে আছি...