মেঠো পথে একাকিত্ব জড়িয়ে
এগিয়েছে ভরসা
শিশির ভেজা সবুজ পায়ে।
হঠাৎ আলোর দরজা এঁটে
রাত এলো লজ্জাবতী লতায়
বুড়ো গাছগুলোর মাথা এড়িয়ে।
গভীর নিস্তব্ধতার প্রতিধ্বনি
বেসামাল পুরোনো বাতাসে
পৃথিবীর প্রথম নাভিঃশ্বাস।
রাত শেষ হলো পথের চিতায়
আলো আর আগুনে
গভীর উৎসাহ উদ্দীপনায়।
সে এখন দু' মুঠো সাদা ছাই
প্রজন্মের ভরসায়..... ।