আমি তোমায় বাঁধতে চাইনা , ছেড়ে রাখি
জলের মতো বয়ে যাওয়ার মানুষ তুমি
দুই নদীর মাঝে বেড়ে ওঠা
ক্ষেত ছুয়ে যাওয়া বাতাস
তোমাকে কি বাঁধা যায়?
বন্ধনে আঁকড়ে রাখি না বলে
তুমি আমার কাছে আছো
আমি জানি নতুন ঘাট ভালো লাগে তোমার
সেটা ভালোলাগা,
আমারও তো নতুন মাঠ ভালো লাগে
নতুন বাগান,
আসলে নতুন মানুষ এক নতুন গন্তব্য।
নতুন পথের ছবি আঁকো তুমি জলের ভেতর।
প্রেমকে বেঁধে রাখলে পুড়ে যায়।
তবুও আমি সম্পূর্ণ একা হয়েও
আমার কোন একাকীত্ব নেই।
তোমার আনন্দেই নীল আকাশেই
ভাসিয়ে রাখি তোমায়
ভালোবাসার অপূর্ণতা নেই
সে নিজের ভেতরেই পূর্ণ।
যে ভালোবাসাকে বিশ্বাস করে না
সে নিজেকেও বিশ্বাস করে না
আমার হৃদয়ের বন্ধনে
তোমাকে বেঁধে রাখলেও
তুমি সেই বন্ধনের মূল্য না দিয়ে
তুমি চরে বেড়াও
নিছক নাটকের দেশে...