একটা মানুষ
অসংখ্য গ্রাম ও অসংখ্য শহরে
ঠিকানাহীন ভাবে ঘুরে বেড়ায়
অসংখ্য মানুষের ভেতর
অক্ষর নাবিকের স্বপ্ন নিয়ে
অথচ যেখানে
শাসনে ঘুমায়
শোষণে ঘুমায়
আশ্রয় না পেলে রাস্তায় ঘুমায়
যেখানে মুখের প্রতিশ্রুতি আজ
বেইমানি করে
মিথ্যা জাদুকরের গোলামী করে
সেই মানুষটির অর্থ,সম্পদ,প্রতিপত্তি
সব, সব কিছু থাকলেও
যে প্রতিশ্রুতি আজ রাস্তায় ঘুমায়
তাকে সব হারিয়ে
ফাঁকা রাস্তায় সেই প্রতিশ্রুতির জন্য
হাহাকার করবে
শুধু সেই মানুষটি....
যিনি পিতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছিল।।