" ফুলের বিরুদ্ধে যাবে - দুটি পথ আছে।
একটা  পথ মুক্ত হয়ে রয়েছে ফুলগাছে
অন্য পথ নিশ্চিত বাগানে
ইঁদুরের গর্ত নেই? সেখানেই পথ
ফুলের বিরুদ্ধে যাবো এতদিন বাদে
কেন যাবো?  কী করেছে ফুল?
ভুল করে ফুটে আছে,ওটুকুই ভুল
ভুল ওইখানে।

ফুল ফুটেছিল যেন অন্ধের বাগানে!

( ফুলের বিরুদ্ধে / শক্তি চট্টোপাধ্যায়)



এভাবেই দিঘির জল,বিশুদ্ধ নীরবতা
ফুল গাছের পাতার ভেতর থেকে সহিষ্ণু ছায়া
তোমায় জড়িয়ে রাখলে চোখে চোখে
আশ্চর্য শিল্প,নি:সঙ্গ পাখির মগ্নতা
ডানা ঝাপটায় সংশয়ে
জলের ভেতর হেঁটে চলে মাছ
কল্পিত বাসনা যেন গুপ্ত সিন্ধুক
কে যেন ছায়া ভেঙে দেয়
শুধু তোমার ধ্বনি এই সন্ধ্যায়
পবিত্র রূপ পায়।