কে বলে আমি হারিয়ে গেছি মাগো?
দেখ তো তুমি নিজের দিকে চেয়ে
দেখতে পাবে আমায় তুমি ঠিক,
আমি তো সেই তোমাদেরই মেয়ে।

কে বলে আমি নেই তোমাদের কাছে ?
রাতে তোমরা ঘুমিয়ে পড় যখন
নিঃশব্দে আমি এসে দাঁড়াই
তোমার আর বাপির কাছে তখন।

তখন বোধ হয় স্বপ্ন দেখ তোমরা
কাঁদো বোধ হয় আমায় স্বপ্নে দেখে
তোমাদের সেই কান্না দেখে আমি
কান্না চেপে পালাই সেখান থেকে!

মাগো আমায় দেখতে পাও না আর
নামটাও আমার পাল্টে দিল ওরা
তিলোত্তমা, অভয়া বলেই ডাকলে
তবেই এখন পাবে আমার সারা।

মাগো তোমরা বুঝতে পারছো বোধ হয়
আমিই তো নেই আমার মধ্যে আর
আমি শুধু তোমাদের মেয়ে নই আর
এখন আমি এই বিশ্বের সবার !

আমি তো এখন জ্বলন্ত দৃষ্টান্ত
আর,জি,করের কেচ্ছা কাণ্ডের যত!
ন্যায় বিচার পেলেই যাবে বোঝা
সিস্টেমটা পচে গেছে কত !

মাগো,আমায় দেখতে পাবে এখন
জাস্টিস ফর আর, জি, করের মিছিলে
হাজার লোকের ভীড়ে আমিও আছি
প্রতিবাদী আমার দু'হাত তুলে।

মাগো, আমি এখন বিশ্ব জুড়ে
প্রতিবাদের জ্বলন্ত নাম একটি
যেখানে যত পাপের অনাচারী
ফাঁস করে তবেই আমার ছুটি।