প্রত্যেকটি সম্পর্কের ভেতর
রক্তের মিল,অমিল আর
আত্মিক কিংবা নাড়ির
আশ্চর্য একটা টান আছে

তোমার ও আমার
সম্পর্কের ভেতর
যে গভীরতায় জ্যোৎস্নায় আলো জ্বলে
তেমনই প্রত্যেকটি সম্পর্কের ভেতর
সুন্দর মিষ্টতার ঝড়ে
বেজে উঠুক  নতুন সুর।