তোমাকে ভালোবেসে তোমার পায়ে
আমি শ্রদ্ধা সমর্পণ করে ছিলাম
তুমি অবলীলায় বুকে টেনে নিয়েছিলে
আমি নিশ্চিত আশ্রয় পেয়ে
ধীরে ধীরে তোমার হয়ে উঠলাম
তুমি তোমার মতো করে
আমাকে স্নেহ ও ভালোবাসার
আনন্দ সাগরে ভাসিয়ে দিলে
অথচ হঠাৎ তুমি উজ্জ্বল আলোয়
চোখ বেঁধে আমাকে
অতীব কৌশলে বিশ্বাস,শ্রদ্ধা নিয়ে
মুখে মুখোশ পরে প্রতারণা করে গেলে।