তুমি যার সেবায় পড়ে আছো
সে কি তোমার কথা ভাবে?
স্বার্থ ছাড়া বোঝে না সে
থাকবে সে ফাঁকে ফাঁকে।
দিন রাত নিজের কথা ছেড়ে
মেতে আছো তাকে নিয়ে
জীবনে সে দেখে নি যা কিছু
ভুরিভোজ করছে তোমার কাছে গিয়ে।
নানা রঙের অভিনয় করে
তোমার জাদু করেছে
তোমার সম্মান ভাবে না সে
চরিত্র বলে সে লুটছে।
তুমি বুঝেও বুঝোনি যে
তোমার ভালো মন্দ
তোমার ছেলে খবর নিলে
ঘৃণার চোখে করো জব্দ
যার চরিত্র বাপের মতো
মেয়েদের বাড়ি ছোটো
যার পেছনে ছুটছো তুমি
সেও ঐ প্রজন্মের একটা।