আগুনে পুড়ছে যখন সমাজ,
থরে থরে বোমা,বারুদ সাজানো!
অস্পষ্ট পূজা এবং নমাজ,
বেমানান,মাইক-বাদ্যি বাজানো।
হাঁটছে মানুৃষ ন্যায়ের দাবীতে,
মিছিলে,মিছিলে অলিতে গলিতে;
প্রগতি বন্ধ তালা-চাবিতে,
উন্নয়ন চাপা চরা পলিতে।
ঋজু কিছুটা হলেও শির,
শতাংশে নগন্য নয় যা খুব;
মোড়ে মোমবাতিদের ভীড়,
শিশুও স্লোগানে দিয়েছে ডুব।
বুকে তোমারও জানি আগুন,
দ্রোহ মেলতে চাইছে শিখা;
বলছ',"সবাই এ'বার জাগুন,
পরবোই ঠিক বিজয়ের টিকা"।
বন্ধু,এ'বার পথে নামো,
ভাঙো অন্যায়কারার দোর;
পাবেই ঠিক লড়াইয়ের দামও,
দেখবেই নূতন সূর্য ভোর।