পথটা আমার ভুল ছিল
বুঝতে পারিনি —
সে পথে যে এতো কাদা শ্যাওলামাখা
কেবলই সে পথে ভীড় ছিলনা তাই...
হঠাৎ করে সেই পথে দু'একজনা ভীড় বাড়ায়
আমি সে পথ ধরে হাঁটতে গিয়ে
আছাড় খেলাম মাটির উপর
যেখানে শ্যাওলামাখা শক্ত মাটি
সেই পথে ঠিক শূন্য হলাম
তবুও পথটা আমার ভুল যে ছিল
মাঝ পথে শূন্যতা ছিল...