যে মানুষটি কাঁদছে
পারো তো ওনার কাছে গিয়ে
ওনার সমব্যথী হও।

যে মানুষটি দুঃখে কষ্টে পাথর হয়ে আছে
পারো তো যত খুশি ওকে কাঁদাও।

যে মানুষেরা প্রাণ খুলে হাসতে চাইছে
পারো তো উনাদেরকে আরো বেশি করে হাঁসাও।

তুমি দেখবে, তোমার ভেতরের থমকে থাকা পথ হারা মানুষটি,
হঠাৎ পথ পেয়ে পাল তোলা নৌকার মতো তরতর এগিয়ে চলেছে।