আবার ভেসে এলো
বসন্তের গুড়ো ধূলো
ঝরা পাতার পাঁজোরে
শুকনো শিরা ধরে...

একাকিত্বের বাক্যে
নির্মম সত্যে গভীর প্রায়শ্চিত্তে
নির্জনে প্রতিশ্রুতির বিনিময়ে
এক পিতার  শর্তে ..

শিকড় ছেঁড়া কচুরিপানা
থেমে গেছে সময়ের বাঁকে বাঁকে
স্মৃতি ছেঁড়া  চাঁপা কান্না
সন্তান কোলে নিয়েছে অন্য বাঁকে।

বাস্তুহারা পলিমাটি কলমী লতায়
অচেনা বাঁধনে আটকে আছে
নিরাশায় নোঙর তোলার প্রত্যাশায়.. .
অনেকটা আলগোছে।

এখানে বসন্ত নেই ছিঁটে ফোঁটায়
বসন্তের মত বিষন্ন বিষে
বেড়ে উঠেছে প্রেরণা আরও উচ্চতায়
স্বর্গ লাভের নির্ভেজাল বিশ্বাসে।

অজস্র ভাষায় কাল বয়ে যায়
ফিরে আসা বাবার প্রতিক্ষায়
পথ চেয়ে বসে আছে
কোনো এক অদৃশ্য ছায়ায় ছেলেকে  ভুলেছে