তারপর—
তুমি একটার পর একটা পথ হাঁটতে লাগলে
কোনো কথা না বলে
আমিও  তোমাকে অনুসরণ করি

পৃথিবী তো এমনই
এইভাবে  বেঁচে থাকতে হবে
সুখ,দু:খ ও যন্ত্রণা  নিয়ে
তোমার  পথে পা মিলিয়ে  হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো
কত কত অভিজ্ঞতা নিয়ে
সম্পর্কহীন যেন ইতিহাস হয়ে গেল

তারপর —
সকাল থেকে রাত  
তোমার  সেই পথে  অপেক্ষায় থাকি
তোমার সমস্ত অপমান বুকে আগলে রেখে

বিপন্ন-বিস্ময়ে অন্ধকারের পথে
আজও একা চেয়ে থাকি।