সমস্ত সুখের পথে অন্ধ ভিখারির মতো
তুমি অগোছালো ভাবে ছুটে বেড়াও
নিজস্ব বোধের জগৎ শূন্য হলে
ভালবাসা ঠায় বসে থাকে
যে পথের উপর স্বার্থের শীর্ণছায়া দেখেও
তুমি বারবার হোঁচট খেয়ে
আবারও ফিরে যাও নি:শব্দে
আবারও দু:খ নিয়ে সেই পথে রাজার মতো
সম্মানের জগৎ তৈরি হলে
তুমি সেই পথ ভুলে
ভালবাসার ঠিকানা পেলে
এইটুকু-ই তোমার মূল পরিশ্রম...