যে দাগ তুমি আমার শরীরে লাগালে
তা দূর থেকে কলঙ্ক নিয়ে হেঁটে চলি
তবুও তোমার দাগ রেখেছি আড়ালে
সম্মান তোমার মাথায় রাখবো যেন তুলি
তোমার মনে কূ - বীজ ছড়িয়েছে তা বুঝি
অন্ধের মতো আমাকে ফেলে ছুটে যাও দূরে
তোমার ভেতর অর্ধেক স্বপ্ন আমায় ঘিরে আজি
নাটক নাটক খেলায় মেতে গানের সুরে সুরে
সন্দেহ তোমার বেড়েছে আজকাল আমায় নিয়ে
তোমার বেলায় যেভাবে নাড়ায় শান্ত ক্ষীণ ধীর
আমি আজও অপেক্ষা করি সংসার জমা দিয়ে
দিন রাত তুমি নাটকের মাঝে দেখছো এক বীর
পরিচয়ের দাগ এই পর্যন্ত তোমার অসীম মাঝে
সেই দাগ নিয়ে বসে থাকি সকাল, সন্ধ্যা, সাঁঝে।