সন্ধ্যার আলো ছায়ায় চাঁদের প্রতিবিম্ব
কথা বলেছিলো ফিরে যাওয়া স্বপ্নে
বসন্ত রাগে...

পরিত্যক্ত হাড় মাংসে উলঙ্গ যুদ্ধ ভূমি
তখন সন্ধি ডেকেছে মানবতার
বারুদে রক্ত রাগে।

নিঃশ্বাসে বিদ্বেষের তীব্রতা বেড়েছে
স্রোতস্বিনীর দু'পাড়ে,
মধ্যপন্থায় করতালি কল কল হাস্যে

আমিত্ব এগিয়েছে কুরুক্ষেত্র ছেড়ে আবার
নুতন কোন রক্ত পিয়াসী মাহেন্দ্রক্ষণে
অগণিত কৃতদাসে...

লাশ গোনার ঝক্কি নেই
শুধু "জয়" চায় রাজপথ
চাঁদের নীরবতায়...

রণ ভেরীতে থেমে গেল
প্রেয়সীর সন্ধ্যার শাঁখ।
ঘরখানিতে আঁধার বসন্তের বিড়ম্বনায়।

আলো আর জ্বলেনি...
ঝাড় বাতির রোসনাই রাজপথে
গণতন্ত্রের ছায়া পথে।