আঁধারের স্তব্দতা বলে দেয়
রাত হয়েছে ঢের,
পাঁপড়ি মেলে উঁকি দেয় কলি
ফুলপরী ছুঁয়ে গেছে তারে
ভেঙে দিয়ে গেছে ঘুম গোলাপের।
হিমেল হাওয়া বলে গেছে কানে কানে
প্রকৃতিতে বসন্ত উৎসব এসেছে নেমে,
রাতের আকাশ একাকী জেগে আছে নীলিমায়
পরাজিত প্রেম কারে জানি লিখেছে শেষ চিঠি
রঙিন বাসন্তী খামে।
সহসা পোহাবে রাত
শিশির ছেড়ে দেবে ঘাসের আলিঙ্গন,
বিনীত প্রেমের বন্দনায় কোকিলের কণ্ঠ শুনে
মনের গভীরে অংকুরিত হবে
সুপ্ত বিনয় নিবেদন।
পরাজিত প্রেম
দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা বলে কার সাথে,
অযত্নে বিবর্ণ ছবি অপলক চেয়ে থাকে
স্মৃতির চিহ্ন আবছা মলিন
অজস্র দ্রুবতারা খসে পরেছিল রাতে।
পথের দু'ধারে বুনুফুল ফোটে
ঝরে পরে নিরালায়,
দেবতার পায়ে অঞ্জলি হবে বলে
কতবার করেছিলো বিনীত ব্যর্থ আরাধনা
শেষ রাতের আকাশে তারার আলো তাই কিরে নীরবে নিভে যায়।
আরতির আকাশ জানে
কত ধুপ পুড়ে ছাই হয়ে উড়ে গেছে ধূসর অজানায়,
বিলীন হয়েছে অসীমান্ত অচেনা ঠিকানায়
তবুও বারবার বসন্ত আসে গড়ে খেলাঘর
বারবার ভেঙে যায়।
বসন্তের চিঠি হাতে মিছেই মুখরিত হয়ে থাকি
মনে মনে ছবি আঁকি কোন সে মানবী,
কারে ভেবে আকুল উচ্ছাসে মেতে রই বৃথাই
কাছে টেনে আনি কারে
সেতো মিছে সবি।
রাত এলে সকলি মিলায় এসে
আমার চারপাশে সঞ্চিত প্রত্যাশা,
সকল অপরাগতাকে আমার ক্ষমা করো প্রভু
যা আমার নয় ,কেনো তারে চাই
এ বসন্তে দিয়েছি ছুটি দুরন্ত ভালোবাসা।