৫০ বছর যাদের সাথে এতটা সময় কেটেছে বেশ
এই প্রাঙ্গন প্রতিটি দিন ছায়াশীতল গাছতলা
মৃদু মৃদু আলো জ্বলে, নিভে যায় প্রথম ঊষায়
আধ-ফোঁটা এক কুঁড়ির উপর।


৫০বছর কেটে গেল প্রতিটি ঋতুতে যুদ্ধ করে
জ্যোৎস্নার মতো মনে  হয় আজ
ভাব ভাবনার ভিন্ন এক বাঁকের মুখে
দাঁড়িয়ে দেখি—
যাদের সাথে একসময় প্রতিদিন দিন গিয়েছে বেশ
এবং দৃশ্য ভোরের পাখি শান্ত নদী
কখনো বা উত্থালপাতাল জঙ্গি বাতাস
এই সেই বিদ্যাভূমি

এখানেই কে বা ঠায় দাঁড়িয়ে  মনের ভেতর বছর বছর
৫০ বছর শিক্ষার আলোয় ছড়িয়ে আছে
এদিক সেদিক  আনন্দ সমারোহে
আজ এখানেই পাখির ডাকে নেমে আসে সুপ্রভাত
প্রতিদিন সূর্য ওঠে, কচি কাঁচারা যায় বই হাতে
এই প্রাঙ্গণ জুড়ে কতশত ফুল ফোটে

তবুও হঠাৎ কি যে হয় ভাব ভাবনার মনের ভেতর
দাঁড়িয়ে দেখি—
৫০ বছর কেটে গেল ছবির মতো...
আমরাও, সুদিন আনতে যাই তবু, প্রতিদিন সূর্য সাক্ষী রেখে।

ভালো দিনের জন্য এখন আর আমরা হাপিত্যেশ করি না
আমরাই ভালো দিন তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছি
বেছে নিয়েছি ৫০ বছরের এই ছবির মতো জীবনকে
দিনরাত ট্রেনিং চলছে আমাদের
আমাদের সংসার আলো করে ৫০ বছরের  গাছটা
আমরা ঠিক  বনস্পতির ছায়া খুঁজে পাবো  হাজার   বছর পরেও...