কোথায় গেলো? সেদিন গুলো?
চার বেহারা ,দুলিয়ে তারা।
পালকি নিয়ে, গান হাঁকিয়ে।
দিঘির ধারে, রাস্তা ধরে।
মেছুনিরা, শুভ কামনায়।
আঁসের টিপ, কপালে পরায়।
ছোট্ট কোনে, বরের সনে।
রাঙা পায়ে, ঝমঝমিয়ে।
অশ্রুধারায়, কাজল গড়ায়।
হুন হুনায়ে, ঘাম ঝরিয়ে।
আল মাড়িয়ে, গ্রাম ছাড়িয়ে।
বাজনা বাজায়, মধুর সানাই।
পালকি চলে, গানের তালে।
বটের তলায়, পালকি নামায়।
আট বেহারা, ক্লান্ত তারা।
পালকি দোলে , ভূবন দোলে।
ওই দেখা যায়, আর দেরি নাই।
স্মৃতির পাতায়, মনের ব্যথায়।
হারিয়ে গেলো, সেদিন গুলো?