পাগল চেনার সহজ উপায়
জানতে হলে বুদ্ধি করে
বুঝতে হবে ধরন ধারন
কোন পাগলে কি করে ।
নানান রকম পাগল আছে
এই পৃথিবীর সব কোণে
কেউ সেয়ানা, কেউ বা আধা,
কেউ বা প্যাঁচের জ্বাল বোনে ।
লক্ষ করে দেখছি যাদের
পাগল বলে, আদতে
তাদেরই বেশ সুস্থ মাথা,
সন্দেহ নেই আর তাতে ।
ভাবছ যারা পাগল তো নয়,
ভদ্র বেশে বেড়ায় ঘুরে
লক্ষ করে দেখছি তারাই
পাগল পাগল কাজ করে ।
একটা পাগল কাট মানি খায়
হাসপাতালে বসেই বেশ
আরেক পাগল শিক্ষা ক্ষেত্রে
চুরি করে করছে শেষ !
রাজনীতিতে পাগল বা কেউ
আখের গোছায় বেশ করে
গোল্লায় যাক দেশ, তবু তার
সম্বিত নেই চট করে !
নতুন রকম পাগলামো বেশ
মৌলবাদী নাম দিয়ে
খুব জমেছে দেখছি আমি
পাগল কিছু লোক নিয়ে ।
কাগজ খুলে প্রায়ই দেখা যায়
নারীর সম্মান লুঠছে যারা,
পাগল বলেই সম্বিত নেই
উল্লাসেতে নাচছে তারা ।
রাজনীতিতে পাগলামো আজ
ক্রমে ক্রমেই বাড়ছে বেশ,
আমরা,ওরার বিভাজনে
মনুষত্ব হচ্ছে শেষ ।
যাচাই করে দেখছি আমি
সুস্থ সবাই পাগলাগারে,
অসুস্থ সব পাগল যত
দেখতে পাচ্ছি বাইরে ঘোরে !