একটা মিথ্যে মায়ার সাগরে ভেসে যায়
একটা সুন্দর মন
অলৌকিক প্রতিশ্রুতির দোলায় দুলতে থাকে
সহজ সরল আবরণ
আনমনে দেখি অবশ হৃদয় চায়
স্নেহের পরিচয়
মায়ার সাগরে ভেসে চলি নীল সাগরে
বুঝেও বোঝে না সে
থাকে শুধু ভিন্ন হৃদয়।
শুনেও শুনে না শুধু  ফেলে চোখের জল
ভালোবাসার দু:খ বুকে নিয়ে
ভাবি চলে যাবো অনেক দূরে
আশ্চর্য সেই মায়ার সাগরে
পড়ে থাকে
আমার পাগল মন।