শুধু কয়েকটি চিন্তা কুরে কুরে গিলছে সময়
কি ভাবে ভুলে যাবো বুঝতে পারি না আর
তোমার দেওয়া কথাগুলো এখনও লাগে বিস্ময়
সযত্নে বলেছিলে ঝড় ঝঞ্ঝার মাঝে থাকবে বারবার
আমার হৃদয়ের ঘরে স্নিগ্ধপ্রাণ জুড়িয়ে দিয়েছিলে
আমি অতীত ভুলে তোমার কাছে ছুটে বেড়াই টানে
চাঁদিনী আলোর রাতে মাথায় হাত রেখে বলেছিলে
সারাজীবনের ভার শপথের পাতায় লিখেদিলে প্রাণে
তবুও আজ উদাস তুমি আমার সামনে এলে
সবকথা সহজে যেন ভুলে গেলে অন্যের প্রলোভনে
রাতের বিছানায় শুধু অন্ধকার গড়ায় চোখের জলে
সব স্মৃতি চোখের সামনে পুড়ে যায় অসাবধানে
একা একা ভাবি আমি শৈশব ও কৈশোর কাল
আজও সেই যন্ত্রণা মেলে পবিত্র ভালোবাসার হাল।