সত্য শুধু তুমি— অথবা যে তোমাকে ঘিরে থাকে
তোমার মনে ভেসে ওঠে সেই একমাত্র সত্যতা
এছাড়া পৃথিবীর সব কিছু তোমার কাছে মিথ্যা
মিথ্যা মানেই দিন ও রাত
অথচ যখন তোমার জন্য আমি যখন অভুক্ত থাকি,
তোমার সমস্ত ভালোমন্দের সাক্ষী হই
তখন তোমাকে নিয়ে যায় সেই...
একমাত্র সত্যের পথে নিয়ে যায়
অথবা সেই।