বিশ্বাস ও ভরসা  হৃদয়ের ঘরে
নিশ্চিত  আত্মার টান
প্রতিটি মুহূর্ত  টেনে নিয়ে যায়
সমস্ত অতীত ফেলে  ছুটে যাই
নির্জন এক আশ্রয়ের খোঁজে
সমস্ত ছায়া শরীর ঘিরে রাখে
একটা হৃদয়র অংশে
যেখানে শুধু  তুমি ও আমি
বিশ্বাসের সাথে ডুবে যাই।