আমার অলক্ষ্যে তুমি কেমন থাকো
কি ভাবে কাটে তোমার দিন
কি ভাবে উন্মাদ হয়ে ছুটে বেড়াও
কি ভাবে আগের দিনের পরিচিতি ভুলে যাও
এসব কিছু বিগড়ে দেয় তোমার সাথে থাকা
সুবিধাবাদী এক ব্যক্তিত্ব
তোমার থেকে শুষে নেয়
রক্ত মজ্জা শরীর
তুমি ধীরে ধীরে ঢলে পড়ো
মৃত্যুর গভীর চেতনায়...
তোমার বারান্দায় রোদ নত হয়ে বেলা পড়ে এলে
সে দিকে তাকিয়ে মনে মনে
পিছিয়ে যাও কয়েকটি বছর
চেয়ে দেখ তোমার চোখের ঘুম
কুয়াশার মৃদু প্রশ্বাস
আমি দূর থেকে টের পাই।