তোমার সাথে সারাদিন থেকেছি আর খুঁজেছি কবিতার শব্দ
যা সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে বিচ্ছিন্ন পালক হয়ে
তবুও তোমার সাথে সারাদিন
তুমি কত সহজে শব্দগুলো চিনিয়ে দিচ্ছ
আমি মুহূর্তে কথা বলে চলেছি
তোমার বাড়ির চারপাশে
কত মনোরম নির্জন পরিবেশে
আমাকে মিশিয়ে দিচ্ছ কত শব্দের মধ্যে
আমি হারিয়ে যাচ্ছি একটু একটু করে
সময়টাও বদলে যাচ্ছে
হঠাৎ তোমার মুখে বিষাদের ছবি
তাই অগাধ শব্দ পাক খাচ্ছে কান্নার মধ্যে
এত দু:খ এত কথা - তা দিয়ে কবিতা হয় না
আমি শুধু সারাদিন থেকেছি
হন্যে হয়ে ঘুরেছি তোমার সাথে
শুধু চোখের জলে ফিরেছি,কিন্তু কবিতা লিখতে পারিনি...