বিকেলের শেষ, গোধূলি বেলা শুরু
সূর্য এখন মলিন মুখে হেসে
বলছে যেন, এবার আমি যাই,
এসে ছিলাম সবাইকে ভালবেসে ।
ভোর বেলাতে আমার আগমন
মিষ্টি মুখের ঝকমকে সেই হাসি
দেখেও কি বোঝনি তোমরা কেউ
তোমাদের আমি কতটা ভালবাসি !
আসি তো আমি অনেক আশা নিয়ে
যাব বলে তো আমার আসা নয়
তবুও তো এটাই কালের নিয়ম
এলে পরে চলেই যেতে হয় ।
আসা যাওয়া থাকবে চিরদিন
যত দিন এই পৃথিবীটা আছে
আসার পরে যাওয়াটাও অনিবার্য
বিদায় নিয়ে প্রিয়জনের কাছে।
সূর্যের এই আসা যাওয়ায় আমি
শাশ্বত সেই সত্য বুঝে ধন্য,
আসা যাওয়া ভবের খেলা শুধু,
জীবন শুরু বিসর্জনের জন্য !
গোধূলি বেলায় রং এর খেলা দেখে
বিষন্নতায় মনটা ছিল ভরে
সূর্যের এই আসা যাওয়ার তত্বে
সৃষ্টি রহস্য বুঝলাম নতুন করে।
নতুন সৃষ্টির জন্য তো দরকার
যা কিছু আছে পুরোনো,তার ক্ষয়,
সেই শূন্যতা ভরিয়ে তুলতে তখন
নতুন ভাবে নতুন সৃষ্টি হয় ।