যে শিশুটি এই মাত্র জন্মাল
তার সমগ্র ঊষর খণ্ডচিত্র তোমার কোলে
তাকে স্নেহের যত্ন দিয়ে বড়ো করো তুমি
তার মাঝে স্মৃতির ইতিহাস, গ্রহণের আগামী ঝড়
দেবতাদের আসনে তুমি
এইসব আবেগপূর্ণ চরম উত্তরাধিকার
তোমাকে নিয়ে যায় সমগ্র পৃথিবীর প্রান্তে প্রান্তে
দিব্য স্বপ্নে আঁকা কালবেলা
অমানিশার রোদজন্ম
সাধ্যাতীত করে তুলো
নতুন জন্মের একদিন ঈশ্বর লাভ।