নববর্ষের সকাল সকাল
প্রণাম সারি তোমার কাছে
মনে থাকি বা না থাকি
তোমার ভাষা বলে দিচ্ছে।
ছেলের কাছে বাবার সুখ
ঈশ্বর তা করেছে সৃষ্টি
তুমি তা সব জেনে বুঝে
অবহেলার চোখে দাও দৃষ্টি।
তৈরির ভেতর ভাঙা শব্দ
চুরমার করে ভাঙছে যে
তার ক্ষমা নেই দেখবে তুমি
আমার কাছে আসবে সে।
নববর্ষের দুপুর বেলায়
চোখের আড়াল হলাম যেই
সঙ্গে সঙ্গে অভিনেতা এলে
তার পদ সেবায় মগ্ন সেই।
বিকেল থেকে সন্ধ্যা হলে
তার জন্য মন খারাপ
অথচ তোমার ছেলের বেলায়
গরম গরম কথার উত্তাপ।
সারাবছর ছেলে যে তোমার
থাকবে কর্তব্য পরায়ণা
যখন খুশি ছেলেকে পাবে
যখন তোমার ভালো লাগবেনা।।