চোখের ভেজা অক্ষরে তোমার ছায়া দেখি
দুচোখের ফোটা জলে কিংবা ঘুমহীন ক্লান্ত চোখে কিংবা তোমার দেওয়া স্মৃতির পাতা দেখার সময়—
তুমি যেন বলে ওঠো, ভয় নেই,আমি আসছি তোর কাছে!
অথচ কিছু সংশয় ও সন্দেহ ঠেলতে ঠেলতে
আর চোখের জল স্বাধীনতা মানে না
কেবলই তোমার জন্য রেখেছি
শ্রদ্ধার অলংকার
রাখছি নিত্যদিনের কাব্য...