কত নিষ্ঠুর হলে
এক পক্ষের শরীরে আলো জ্বালিয়ে
অন্য পক্ষের শরীর ছিঁড়ে দাও
যে শরীরে একদিন টুকরো টুকরো
স্মৃতির কোলাজ বানিয়েছিলে
তা আজ ভালোবাসার রোদপড়া জলে
অবিরাম চোখে জল হয়ে ঝরে
তোমার পায়ের ছাপ আজও যার ঘরে
মা- বাবার আসনে পাতা
তাকে উপেক্ষা করে
ছুটে যাও ভুল আলোপথে
এসব দেখতে দেখতে
তোমার ভালোলাগার বিহ্বলতায়
দিন-রাত একবুক শূন্যতায়
শুধু তোমারই নিষ্ঠুরতা খেলা করে...