নিস্তব্ধ শহরে একা দাঁড়ানো একটা প্রাণ,
নীলতিমির শরীর থেকে চোরারক্ত পান করে সে।
নির্জনতার বুকে শহরটা বড়ো বড়ো স্বপ্ন ধরে রাখে,
নিমেষের শরীরে ক্ষতচিহ্ন স্পষ্ট।
নীচুস্বরে স্বরবর্ণ উচ্চারিত হয়,
ভাঙা আকাশে হঠাৎ জীবনের আন্দোলন শুরু হয়।
সম্পর্কের সূর্য অন্যরকম আলো ছড়ায়,
আগুনের পাশে দগ্ধ একাকিত্ব বাসা করে।