শুধু একটা মায়া একটা সম্পর্ককে নিশানা করে
অসংখ্য সময় ধরে সেই আবেগ নিয়ে ছুটে বেড়াই
ছুটতে ছুটতে কখনো ক্লান্ত, কখনো কষ্ট মন খারাপ
কখনো মাত্রাতিরিক্ত অতি ঘোর অসসাদ
মাঝে মাঝে নিজের ঘর ছেড়ে চলে যাই
তোমার মায়াবী হাওয়ার টানে
এই মায়া,এই সম্পর্ক
শুধু আনন্দঘন মুহূর্তগুলো উড়িয়ে নিয়ে যায়।