দু কান কাটা রাজায় এখন খেলা
দেখায় রোজ। সান্ত্রী মন্ত্রী তারাও
কম কি, নাটক শেষের ভোজ
চাটছে বিষম আহ্লাদে আর চোদ্দ তলার
ঘরে, নাচন কোদন চলছে
এবং শিখছে কেমন করে, মুছতে
হবে প্রমাণ বেবাক, কাশতে হবে
জোরে, মুজরো নাচের খুচরো
কেতায় ভুলতে হবে, ঘরে
একই বয়সী ছেলে কিম্বা মেয়ের বাবা তারাও,
বিবেক তবু পাপোষ তলায় ঢাকতে প্রভু শেখাও।
এদের হাতেই শুনছি নাকি জনগনেশ সবি,
চক্ষু বুজে দিচ্ছে গুঁজে ভবিষ্যতের চাবি।
আমার মেয়ে যতই চেঁচাক,হেঁচকি
তুলুক আর, নিজের রক্তে ভিজুক
শরীর, মায়ের হাহাকার,
শুনছে কি কেউ, সাহস ভরে চাইছে কৈফিয়ৎ?
খুব সাবধান,জাগছে মানুষ লিখছে ভবিষ্যৎ।
বুদ্ধি বেচা ত্যাঁদর বাঁদর এক্কেবারে চুপ
মহান পুরস্কারের লোভে দেখাচ্ছে না মুখ।