সম্পর্কে যাওয়ার আগে ভালবাসা  নির্ণয় করো
বেছে নাও সত্যটাকে
মনে করো সাজানো সত্যের পেছনে
কেমন মিথ্যাগুলো  মনের দীঘিতে ভাসছে
কেমন আঠার মতো চিটিয়ে আছে
তোমার দিন- রাতের বিছানায়
তুমি প্রশ্নকর্তা হও
নিজেকে প্রশ্ন করো
নিজের গায়ে সত্যটাকে জড়িয়ে
পাপী মিথ্যাকে ভাসিয়ে দাও দূরে আরও দূরে

তুমি  কাঁদো কেন?
তুমি ঘরে গিয়ে দেখো
প্রতিটি স্মৃতি জোনাকির আলোয় দপদপ করছে
তুমি তাকে স্নেহের প্রদীপ করে রাখো


নির্ণয় করে নাও
সত্যের আসল সরলতাকে।