ভাঙ্গা জবাব ডাল নিয়ে আমার প্রণয় বাগানের বেড়া বাঁধি ,,,,,।
ব্যথিত ঘুঘু পাখি বসে ডালে
আমি তার নড়াচড়া দেখি ।
নক্ষত্র রায় এসে আমাকে চমকায় ।কি রামপ্রসাদ বেড়া বেঁধে কি বাগান রাখা যায় ।
ছাগল ও বেড়া বাঁধি অতঃপর । স্বজনেরা আফসোস করে -- ভাবি উদ্যানটি এবার রেঁধে বেঁধে কবিতার ই করি ,! ছদ্মনামে ,রাম ছড়া লাম ,। লোকে লোকারণ্য সবাই বলে ধন্য ধন্য ।
অবশেষে বুঝিলাম কবিতার মর্ম ।