মায়ার বোঝা নামিয়ে রেখে
নীরবে সরে যেতে শিখলাম
যে হৃদয়ে  আশ্রয় দিয়ে
মিথ্যার অভিনয়ের খেলায় মত্ত হয়ে
বারংবার আঘাত দিতে শিখলে
সেই কষ্টের হিসাব
আমি ঈশ্বরের কাছে রাখলাম
তোমার ইচ্ছে মতো  
আমার সহজ সরল মনে
দু:খের পাহাড় জমালেও
তবুও আমি তোমার দু:খের সাথী হয়ে
পাশে থাকার আশ্বাস দিলাম

অথচ তোমার মনে একটুও
আমার জায়গা নেই দেখে
এক আকাশ  আঘাত ও যন্ত্রণা নিয়ে

নীরবে সরে যেতে শিখলাম...