একটা সম্পর্কের গভীরতা
অনেক দূরে চলে গেছে
সেখানে ছড়িয়ে পড়েছে
স্নেহ, ভালবাসা আদর শ্রদ্ধা ও প্রণাম
একটা নিশ্চিত বন্ধন পরস্পর পরস্পরের মধ্যে
কত ঝড় বয়ে গেছে
তবুও সেই সম্পর্কের মাঝে
আর এক সম্পর্ক জন্ম নিলে
নিজেকে নিরুপায় ভাবি
সমস্ত সুখ সেই সম্পর্কের কাছে রেখে
শূন্য হৃদয়ে এখনো নীরবে রয়েছি