আমাদের এই ভাষা দূর পথে যেতে
হারিয়ে ফেলেছে তার ছন্দ
ভাষা শহীদের কালিমাখা রাত নিয়ে
শুয়ে আছে রক্তাক্ত শরীরে ভেজা মাটির উপর
জনতার দাপাদাপি, হাঙ্গামায়
স্তব্ধ আঁধারের রাত
গভীর মননে
নীরবে বয়েছে সেই ভাষা
আমাদের বাংলাভাষা চির স্রোতস্বিনী হয়ে...