তোমার মুখে অজস্র জ্ঞানের শব্দ
তোমার আশেপাশে থাকা মানুষগুলো কে বিলিয়ে দিতে দিতে
তোমার মনে এক ঝাঁক পাখি বাসা করে
যে বাসাতে তুমি একা থাকতে থাকতে
একাকিত্বের পাহাড় তৈরি করো
আর এক একজনের কাছে একই কথা
একই রকম ভাবে ভিন্ন ভিন্ন স্বাদ অনুভব করো
কিন্তু তোমার চোখের সামনে রোজ রোজ নাটকের অভিনয় করে
তোমাকে তার মতো করে চলতে থাকে
তুমি কলুর বলদ হয়ে
কারণে - অকারণে, সময় ও অসময়ে
তুমি ছুটতে ছুটতে নি:স্ব হয়ে যাও
একটু একটু করে ক্ষয়ে যেতে থাকো
তবুও তুমি তোমার মতো করে হাঁটতে পারলে না
কেবলই তার কাছে দাসত্বের শিকার হয়ে
তার কাছে মনুষ্যত্ব বিক্রি করে
নিজের স্বাধীনতা হারালে...