নিজেকে তুমি প্রশ্ন করো
সময়ে তুমি পাবে উত্তর
তোমার  এই সব আচরণে
বিচার পাবে অতি সত্ত্বর।


সকল কাজ ফেলে তুমি
ছুটছো পিছু পিছু
সকল দায়ী দায়িত্ব ফেলে
তুমি দেখছো অন্য কিছু।

তোমার চাহিদা অনেক জানি
স্বার্থপরে আছো ঠাসা
একজনের সেই মিথ্যা নেশায়
ডুবে আছে ভালবাসা।

মুখের ভাষা নগ্ন আজই
শিখিয়েছে জোর করে
তুমি সে সব প্রয়োগ করো
অন্যের কাছে জোর করে।

নিজের কাছে প্রশ্ন করো
নিজেই পাবে উত্তর
তোমার মনে মিথ্যা নাটক
জমে আছে খুলবে না অতি সত্ত্বর।