নিজের বিপদ নিজেই ডেকেছি
ঝড় এসে গেল প্রবলভাবে
নিজের হাতে ঘরের দরজা বন্ধ করি
সময়গুলো উড়ে যায় নীরবে

নিজের মতো  ঘর বেঁধেছি
ভেবেছিলাম ঘরকে যাবো ভুলে
আসন্ন এক বিপদ এসে
ঘর আমার উড়িয়ে নিয়ে গেল।।